এই লেখা বর্তমান ও প্রাচীন জ্ঞানীদের জ্ঞানের সংযোগ প্রতিস্থাপনের চেষ্টা। তাই এ লেখার কৃতিত্ব পুরোটাই তাদের। আমি এখানে ছাত্র। বোঝার চেষ্টা করছি মাত্র। প্রাচীন এবং বর্তমানদের জ্ঞান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টামাত্র। জ্ঞানের পরেও জ্ঞান থাকে। যৌথ হতে জ্ঞানের জন্ম। আপনাদের এবং আমার যৌথ জ্ঞানই আমাদের এই বিশ্ব।